ফখরুল-আব্বাসের জামিন চ্যালেঞ্জ করে আপিল করবে রাষ্ট্রপক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৩
জানুয়ারি
২০২৩ ,
মঙ্গলবার
০৫ : ০১ পিএম প্রদর্শিত হয়েছে ৭৯৮৩ বার
|
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়ার ৬ মাসের অন্তবর্তীকালিক জামিন চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানান।
এস এম মুনীর বলেন, হাইকোর্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মাসের জমিন দিয়েছেন। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার দুপুরে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সোমবার (২ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ ও ম্যাজিস্ট্রেট আদালত চার বার তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com