বিজ্ঞাপনের আধিপত্য ঠেকাতে গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ:
২৫
জানুয়ারি
২০২৩ ,
বুধবার
১২ : ০১ পিএম প্রদর্শিত হয়েছে ৮০৩৬ বার
|
বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিচার বিভাগ। অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটির আধিপত্য বিস্তার প্রতিরোধে এই মামলা করা হয়েছে। কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে গুগলের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, নিউজার্সি, নিউইয়র্ক, রোড আইল্যান্ড, টেনেসি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে মামলা হয়েছে। মামলার বিবরণীতে বলা হয়, অবৈধভাবে ডিজিটাল মিডিয়ায় একচেটিয়া বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করছে গুগল। এতে মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অন্যান্য কোম্পানির অসম প্রতিযোগিতা হচ্ছে। ভার্চুয়াল বাজার নিয়ন্ত্রণ করতে বেআইনি পথে হাঁটছে গুগল। একসময়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে চাপে ফেলতে বিজ্ঞাপনের দাম কম বেশি করছে তারা। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মনাকোবলেন, একরকম বলা যায়-গুরুত্বপূর্ণ এই বিজ্ঞাপনের খাতের পুরোপুরি নিয়ন্ত্রণ গুগলের হাতে। কিছু কিছু ওয়েবসাইটে নিজেদের বিজ্ঞাপন প্রচার করে তারা। এক্ষেত্রে আয় কম করছে প্রতিষ্ঠানটি। অনেক কোম্পানি গুগলে বিজ্ঞাপন দিচ্ছে। সেক্ষেত্রে বেশি টাকা নিচ্ছে তারা। বর্তমানে বাজারে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com