বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
জামায়াতের নিবন্ধন বিষয়ে চূড়ান্ত শুনানি ২ মাস পর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩ , মঙ্গলবার ১১ : ০১ এএম   প্রদর্শিত হয়েছে ৭৯২৭ বার

ফাইল ছবি

জামায়াতের নিবন্ধন নিয়ে চুড়ান্ত শুনানি ২ মাস পর করা হবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। ২ মাস পর শুনানির উদ্যোগ না নিলে মামলা খারিজ করা হবে বলেও আদেশে বলা হয়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আপিল বিভাগে শুনানিতে রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। 


২০০৮ সালে ৩৮টি দলের সঙ্গে আগের সংসদে প্রতিনিধিত্বকারী জামায়াতে ইসলামীকেও নিববন্ধন দেয় ইসি। জামায়াতের নিবন্ধন চ্যালেঞ্জ করে তরিকত ফেডারেশনের সেক্রেটারি সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন রিট করেন। সেই রিটের চূড়ান্ত রায়ে ২০১৩ হাইকোর্টে বৃহত্তর বেঞ্চ জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, জামায়াতের নিবন্ধন সংবিধানের সাথে সাংঘর্ষিক। 


এ রায়ের ভিত্তিতে ২০১৮ সালে ইসি দলটির নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করে। এ নিয়ে আপিল বিভাগে যায় জামায়াত। সরকার বার বার বললেও রিটের চূড়ান্ত শুনানি আর হয়নি আপিল বিভাগে। অবশেষে ১৬ জানুয়ারি ২৫ রিটকারি চেম্বার আদালতে যান মামলাটির চূড়ান্ত শুনানি করার আবেদন নিয়ে। যা আজ মঙ্গলবার নির্ধারিত ছিল। 


আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চে শুরুতেই সময় চায় জামায়াত। পরে আপিল বিভাগে ২ মাস পর শুনানির দিন ধার্য করেন। তবে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, ২ মাস পর শুনানি না করলে হাইকোর্টের রায় বহাল রাখা হবে। তবে জামায়াতে ইসলামীর আইনজীবী বলছেন, তাদের আইনজীবী সময় পাচ্ছেন না বলে শুনানি করতে পারছেন না। এবার শুনানী করবেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com