বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
জামালপুরে চার টিকেট কালাবাজারী গ্রেফতার
শামীম আলম, জামালপুর
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ , বুধবার ০১ : ০২ পিএম   প্রদর্শিত হয়েছে ৮১৫১ বার

জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে চার টিকেট কালোবাজারীকে গ্রেফতার করেছে জামালপুর র‌্যাব-১৪ এর সদস্যরা। গত সোমবার রাতে তাদেরকে আন্তঃনগর ট্রেনের ৩৩টি টিকেটসহ গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন জামালপুর পৌর শহরের সাহাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো.ইয়াছিন(৩৫) একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো.জামাল(৩৬),মৃত ননী মিয়ার ছেলে মো.উজ্জল মিয়া(৪৩) এবং আরব আলীর ছেলে মো.লিটন মিয়া(৪০)।


জামালপুর র‌্যাব -১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।


জামালপুর সদর থানার ওসি(তদন্ত) নুর মোহাম্মদ জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবব্ধ চক্র জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় অতিরিক্ত মূল্যে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি করে আসছিল। এরই প্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান। গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com