শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নেত্রকোনায় অমর একুশের মাস বরণ
ভজন দাস, নেত্রকোনা
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ , বৃহস্পতিবার ১১ : ০২ এএম   প্রদর্শিত হয়েছে ৮২৩১ বার

চেতনার জাগরণে মহান ভাষার মাস প্রাণের ফেব্রুয়ারিকে স্পন্দিত হৃদয়ে বরণ করতে নেত্রকোনায় মোমবাতি প্রজ¦লন দেশাত্ববোধক সংগীতসহ নানা কর্মসূচী হাতে নেয়া হয়।


প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী নেত্রকোনার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে মোমবাতি প্রজ¦লনের মাধ্যমে মহান ভাষার মাস প্রাণের ফেব্রুয়ারিকে স্পন্দিত হৃদয়ে বরণ কর্মসূচীর উদ্ধোধন করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলাম খান।


মুক্তিযোদ্ধা,কবি,সাংবাদিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিতসহ ¡জেলা শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণে বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পটভূমি তুলে ধরে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,শিখরের সভাপতি আফম রফিকুল ইসলাম আপেল,সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল, সংগঠনের সভাপতি দেবশীস সরকার,অধ্যাপক মানিক সাহা,কবি স্বপন পাল,নারী নেত্রী কহিনূর আক্তার,সংগঠক মৃনাল চক্রবর্তী,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি কুন্তল সরকার প্রমুখ।


এ সময় বক্তারা,ভাষার মাসকে বরণের মাধ্যমে তরুণ প্রজন্ম যেন বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে লালন ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় বায়ান্নর ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা সকলের মাঝে ছড়িয়ে দিয়ে তা রক্ষায় স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


এর আগে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সংগীত একাডেমির শিল্পীরা দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com