জন্মদিনে দুবাইয়ের মাঝ সমুদ্রে নোরা ফাতেহির বেলি ড্যান্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৭
ফেব্রুয়ারি
২০২৩ ,
মঙ্গলবার
১১ : ০২ এএম প্রদর্শিত হয়েছে ৮০৩৩ বার
|
ছবি: সংগৃহীত গতকাল ৬ ফেব্রুয়ারি ৩১তম জন্মদিন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। নিজের জন্মদিন উপলক্ষে দুবাইয়ের মাঝ সমুদ্রে বেলি ড্যান্স করলেন নোরা ফাতেহি। সামনে রাখা কেক, ফুলের তোড়া। জামাতে রঙ-বেরঙের ফুল আঁকা। বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে নিজের বিশেষ দিন রঙিন করলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তার এ নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়।ভিডিওতে দেখা যায়, দুবাইয়ের মাঝ সমুদ্রে বোটের মধ্যেই বন্ধুদের নিয়ে ড্যান্স করছেন। পেছনে দেখা যাচ্ছে বুর্জ আল আরব। অভিনেত্রীর ইন্সাটাগ্রামে সে সময়ের কিছু ছবি শেয়ার করা মাত্রই কমেন্টের বন্য বয়ে গিয়েছে পোস্টটি ঘিরে। নোরাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন বহু নেটিজেন। গত কয়েক বছরে বলিউডে নিজের আলাদা পরিচতি তৈরি করেছেন নোরা ফাতেহি। মরক্কোর এক পরিবারের নোরা ফাতেহির জন্ম। বেড়ে উঠেছেন কানাডাতে। তবে এখন তিনি নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় ভাবেন। ২০১৪ সালে ‘রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নোরা। তবে ভারতীয় চলচ্চিত্রের অন্য ভাষার ছবিতেও তাকে দেখা গেছে। তেলেগু ছবি ‘টেম্পার’-এ তিনি একটি নাচের দৃশ্যে অভিনয় করেছেন। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নবম সিজনে একজন প্রতিযোগী হিসেবে ছিলেন নোরা। তবে ‘দিলবার দিলবার’, ‘কামারিয়া’, ‘গারমি’-এর মতো হিট গানগুলিতে নাচের তালে পর্দায় উপস্থিতি নোরাকে বিশেষ খ্যাতি এনে দিয়েছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com