বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিন কর্মসূচি থাকবে: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ , মঙ্গলবার ০৩ : ০২ পিএম   প্রদর্শিত হয়েছে ৭৯৫২ বার

আগামী নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিনই আওয়ামী লীগের কর্মসূচি থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।


জাতীয় নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিনই কর্মসূচি থাকবে। মহানগর থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিদিনই কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ। কর্মসূচির নামে কোনো সংঘাতে যাচ্ছে না আওয়ামী লীগ।’


এ সময় ঢাকার বায়ুদূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়কে নিয়মিত পানি দিতে সিটি করপোরেশনকে আহ্বান জানান তিনি।


তবে বর্তমানে যেভাবে পানি দেয়া হচ্ছে, সেটি আরও বিপজ্জনক বলে মনে করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘আজ সকালেই দেখেছি দুইটা মোটরসাইকেল বিজয় স্মরণী থেকে ফার্মগেটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়েছে।’ 


মন্ত্রী আরও বলেন, ‘রাস্তা ঠিক না করে পানি দেয়ায় আরও ক্ষতি হচ্ছে। এতে রাস্তা কাঁদা হয়ে যাচ্ছে। ফলে কাঁদা ছিটকে পথচারীর পোশাক নষ্ট হয়ে যাচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরানো সরকারের প্রায়োরিটি। শৃঙ্খলা না থাকলে কোনো প্রকল্পই কাজে আসবে না।’ 


এদিকে মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের এজেন্ডা উঠতে পারে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান ওবায়দুল কাদের।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com