শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বিভিন্ন দেশ থেকে আসছে মানবিক সহায়তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ , বুধবার ০৮ : ০২ পিএম   প্রদর্শিত হয়েছে ৮০৪৮ বার

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পাঠাতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এরইমধ্যে ১১০ জন উদ্ধারকর্মী পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। এগিয়ে এসেছে চীন ও তাইওয়ান। এদিকে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া।


সোমবার (০৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মাত্র ৪৫ সেকেন্ডের ভূকম্পনেই ধ্বংসস্তূপে পরিণত হয় দুই দেশের কয়েক হাজার বাড়িঘর। হতাহত হন হাজার হাজার মানুষ। নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এমন সঙ্কটময় পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।


ভূম্পিকম্পের উদ্ধার কাজে অংশগ্রহণ করতে মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে নিজেদের ১১০ জন উদ্ধারকর্মী তুরস্কের পাঠায় দক্ষিণ কোরিয়া। এসময় উপস্থিত ছিলেন দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তারা জানান, উদ্ধার অভিযানে অংশগ্রহণ করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি, খাবার পানি, গরম কাপড়ও সরবরাহ করবে তারা। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করতে আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট ইওন সুক ইওল।


দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক ইওল বলেন, আমি আশা করি আমাদের প্রতিটি বিভাগ দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য করবে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করা আমাদের প্রথম কাজ। এরপর তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


চীন ৮২ সদস্যের সমন্বয়ে গঠিত একটি দল এরইমধ্য তুরস্কের দক্ষিণাঞ্চলের আদানা শহরে পৌঁছেছে বলে জানায় চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি। এদিকে ৯০ সদস্যের উদ্ধারকারী দল পাঠিয়েছে তাইপে।


দুর্যোগ কবলিত এলাকার মানুষের সাহায্যে এগিয়ে এসেছে কানাডার অন্টারিও প্রদেশের তুর্কি কমিউনিটির সদস্যরা। শীতবস্ত্র, শিশু খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা।


এদিকে চলতি সপ্তাহের শেষে ৭২ জনের একটি প্রশিক্ষিত উদ্ধারকর্মীর দল তুরস্কে পাঠাবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট আন্তোনি আলবানিজ। পাশাপাশি ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তার ঘোষণাও দেন তিনি। একই সঙ্গে গভীর শোক জানান তিনি।


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তোনি আলবানিজ বলেন, তুরস্ক ও সিরিয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।


এদিকে মানবিক এ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলাপমেন্ট- ইউএসএইড। 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com