বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
চির নিদ্রায় শায়িত হলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদকের শতবর্ষী মা : সর্বমহলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩ , শুক্রবার ০৭ : ০২ পিএম   প্রদর্শিত হয়েছে ৮২২৯ বার

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি এবং জননেত্র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম. মুখলেছুর রহমান খানের মা চির নিদ্রায় শায়িত হয়েছেন। শতবর্ষী মাতা আমেনা ইসলাম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল ফরমাইয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পৌরশহরের মোক্তারপাড়াস্থ নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। 


মরহুমার জানাযার নামাজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ৩ ঘটিকায় বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি ফাজিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মরহুমার মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আত্মার মাগফিরাত কামনা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী,জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিয়র রহমান খান,জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনুয়ারুল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সভাপতি অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট সানাওয়ার হোসেন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com