বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পূর্ণভাবে বৈধ, এ বিষয়ে প্রশ্ন তোলা অবান্তর: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , বুধবার ০৫ : ০২ পিএম   প্রদর্শিত হয়েছে ৭৯০৮ বার

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদে সাবেক দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো: সাহাবুদ্দিনের নিয়োগ নিয়ে প্রশ্ন করা উচিত নয় এবং এ বিষয়ে প্রশ্ন তোলা অবান্তর বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। 


বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়টি (রাষ্ট্রপতি নিয়োগ) অত্যন্ত স্পর্শকাতর, রাষ্ট্রের প্রধান নির্বাহী মহামান্য রাষ্ট্রপতি পদে নিয়োগ নিয়ে কথা হচ্ছে। নতুন নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি নিয়ে দুদকের বিষয়টি তোলা হচ্ছে, দুদকের আইনে তা স্পষ্ট করে লেখা আছে। সে অনুযায়ী দুদকের দায়িত্ব শেষে উনি প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে পরবর্তীতে অধিষ্ঠিত হইবেন না। অর্থাৎ প্রজাতন্ত্রের লাভজনক পদে অধিষ্ঠিত হওয়ার জন্য ওনি যোগ্য হইবেন না।


এখন মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এ ধরনের বিধিনিষেধ নাই। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের অযোগ্য হওয়ার জন্য তিনটি বিষয়ের উল্লেখ করা আছে। কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, যদি তিনি- (ক) ৩৫ বছরের কম বয়সের হন; অথবা (খ) সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন; অথবা (গ) কখনো এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হয়ে থাকেন। 


এসময় তিনি সংবিধানের ৬৬ অনুচ্ছেদ উদ্ধৃত করেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আরও বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদেও বলা নেই রাষ্ট্রপতির পদ লাভজনক এবং সংবিধানের ৬৬ অনুচ্ছেদেও বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ লাভজনক হবে না। সবচেয়ে বড় বিষয় হলো, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত পদগুলোর বিষয়ে সংবিধানের নবম অধ্যায়ে উল্লেখ রয়েছে। সেখানে যে পদগুলো রয়েছে, সেই পদগুলোর বিষয়ে সংবিধানের ১৩৪ অনুচ্ছেদে বলা আছে। সে অনুযায়ী, সেখানে যারা কাজ করবেন তা নির্ধারণ করবেন মহামান্য রাষ্ট্রপতি। তাহলে মহামান্য রাষ্ট্রপতি নিজের কার্যকাল নিজে ঠিক করেন না। তিনি অন্যদের কার্যকাল ঠিক করেন। এজন্য এই অনুচ্ছেদে তাকে রাখা হয় নাই।


সবচেয়ে বড় কথা হচ্ছে, এ ধরনের (রাষ্ট্রপতির পদ লাভজনক কি না) একটি প্রশ্ন এসেছিল ১৯৯৬ সালে। যখন বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচিত হন তখন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হাইকোর্টে রিট করেছিলেন। ওই রিট আবেদনের শুনানি শেষে তা খারিজ হয়। সেখানে বলা হয়, এটি (রাষ্ট্রপতির পদ) প্রজাতন্ত্রের লাভজনক কোনো পদ নয়।


নতুন রাষ্ট্রপতি নিয়োগ যথাযথ কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নতুন নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি সম্পূর্ণভাবে বৈধ। এ বিষয়ে প্রশ্ন তোলা উচিতও না। আমার মনে হয়, এ বিষয়ে প্রশ্ন করা অবান্তর।


« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com