ডুলুর সভাপতি আনোয়ারুল কবীর বাবুল ও সাধারণ সম্পাদক তাপস দাস
আদালত প্রতিবেদক
প্রকাশ:
১৭
ফেব্রুয়ারি
২০২৩ ,
শুক্রবার
১২ : ০২ পিএম প্রদর্শিত হয়েছে ৭৯১১ বার
|
সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র দাস ঢাকা জজকোর্টে আইন পেশায় নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন "ঢাকা ইউনিভার্সিটি এল এল. বি(অনার্স) এল এল.এম ল'ইয়ার্স ইউনিটি(ডুলু) র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।এডভোকেট আনোয়ারুল কবীর বাবুল কে সভাপতি ও এডভোকেট তাপস চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
বুধবার ঢাকা জজকোর্ট সংলগ্ন একটি হোটেলে এডভোকেট নিজামুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এডভোকেট গোলাম মোস্তফা খান এই কমিটি ঘোষণা করেন।
দুই বছর মেয়াদের এই কমিটিতে তরিকুল ইসলাম, একেএম আলমগীর, মনজুর আলম, রেজাউল করিম রেজাসহ ৮ জনকে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সালাহউদ্দিন আহমেদ ও মো মফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে মোঃ মাসুম মিয়া,মোঃ মাইনুল ইসলাম ও আতিকুর রহমান অভিকে নির্বাচিত করা হয়।
এছাড়া ট্রেজারার পদে এম এ খালেক বিপ্লব, সাংগঠনিক সম্পাদক পদে বাদল বেপারীকে নির্বাচিত করা হয়। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল্লাহ আবু, সাবেক মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ মাহমুদ হাসান, নিজামুল হক মোল্লা,আরফান উদ্দিন খান, গোলাম মোস্তফা খান, মোল্লা মোঃ আবু কাওছারসহ ১২ জনকে ডুলুর উপদেষ্টা করা হয়।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com