বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
পাঠকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সৌমিত্র দেবের প্রবন্ধ 'বঙ্গবন্ধুর জীবন ও শিল্পভাবনা'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , শনিবার ০২ : ০২ পিএম   প্রদর্শিত হয়েছে ৮১১৪ বার

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সৌমিত্র দেব এর প্রবন্ধ বিষয়ক বই 'বঙ্গবন্ধুর জীবন ও শিল্পভাবনা'। আল আমিন প্রকাশনী থেকে প্রকাশিত এই প্রবন্ধটি প্রকাশের সঙ্গে সঙ্গেই মেলায় আগত পাঠকদের মধ্যে সারা ফেলেছে। 


সৌমিত্র দেবের 'বঙ্গবন্ধুর জীবন ও শিল্পভাবনা' বইটি প্রসঙ্গে একুশে পদকপ্রাপ্ত জার্মান প্রবাসী লেখক নাজমুন নেসা পিয়ারী বলেন, 'সৌমিত্র দেব একজন জনপ্রিয় কবি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তাঁর প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ।'


অভিনেত্রী শিখা কর্মকার বলেন, সৌমিত্র দেবের লেখা 'বঙ্গবন্ধুর জীবন ও শিল্পভাবনা' বইটির জন্য আমরা অনেকদিন অপেক্ষায় ছিলাম।'


কবি জীবন তাপস তন্ময় বলেন, 'সৌমিত্র দেব আমাদের কাছে সব সময়ই প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ। এই বইয়ের জন্য তিনি আমাদের কাছে আরো বেশী শ্রদ্ধেয় হয়ে উঠেছেন।'


শিশু সাহিত্যিক আনিসা ফজলে লিসি বলেন , 'বইটি থেকে অনেক কিছু জানার সুযোগ হাতছাড়া করতে চাই নি। তাই মেলায় আসার সঙ্গে সঙ্গেই কিনে নিলাম।'


আইন সহায়তা প্রদানকারী বেসরকারি সংস্থা এলএএইচপি'র সমন্বয়ক কবি অঞ্জন কর বলেন, 'এসময়ের জনপ্রিয় ব্যক্তিত্ব সৌমিত্র দেব একাধারে একজন কবি, লেখক এবং সাংবাদিক। 'বঙ্গবন্ধুর জীবন ও শিল্পভাবনা' তার ঋদ্ধ হাতের এক সুনিপুণ সৃষ্টি। তার এই অনবদ্য সৃষ্টি বঙ্গবন্ধুর জীবনদর্শন ও শিল্পস্বত্তাকে নতুন করে চেনাতে আমাদের সহায়তা করবে। আমি বইটির সাফল্য কামনা করেছি।' 


'বঙ্গবন্ধুর জীবন ও শিল্পভাবনা' প্রবন্ধটি নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে সৌমিত্র দেব বলেন, 'যত দিন যাচ্ছে , আমরা নতুন করে বঙ্গবন্ধুকে আবিষ্কার করছি। এই আবিস্কারের নেশা থেকেই আমি প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করছি। গবেষণা করতে গিয়েই আমি জাতির পিতার জীবনবোধের পাশাপাশি শিল্পবোধেরও প্রেমে পড়েছি। মূলত সেই প্রেমের লিখিত বহি:প্রকাশই 'বঙ্গবন্ধুর জীবন ও শিল্পভাবনা' প্রবন্ধটি। আমি মনে করি- বইটি সবার সংগ্রহে থাকা উচিৎ।' 


'বঙ্গবন্ধুর জীবন ও শিল্পভাবনা' বইটির প্রকাশক আল আমিন প্রকাশনীর কর্ণধার জানান, বঙ্গবন্ধু কর্নারের প্রবর্তক মোহাম্মদ শামস উল ইসলামকে উৎসর্গ করা সৌমিত্র দেবের এই বইটি প্রকাশের দিন থেকেই বইমেলায় পাঠকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com