শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
জামালপুরে একুশের গ্রন্থমেলা উদ্বোধনের সাথেই খোলে গেলো পাবলিক লাইব্রেরির রুদ্ধদ্বার
শামীম আলম, জামালপুর
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ , মঙ্গলবার ১২ : ০২ পিএম   প্রদর্শিত হয়েছে ৭৯৮৮ বার

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের কারণে বিগত দু'বছর পর জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হলো পাঁচদিনব্যপী একুশের গ্রন্থমেলা। একই সাথে সুদীর্ঘদিন পর জামালপুরবাসীর প্রাণের দাবি পাবলিক লাইব্রেরির রুদ্ধদ্বার খোলে দেয়া হয়। গ্রন্থমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।


জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মৌসুমী আক্তার, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপঅধিনায়ক বীর মুক্তিযোদ্ধা সোজায়াত আলী ফকির, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী মেহবুবা জান্নাত লিজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারিকুল ফেরদৌস ও এমআই রাসেল।


জেলা প্রশাসনের নির্বাহী হাকিমগণ, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিলসহ সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক পাঠকপ্রিয় দর্শক, শ্রোতাদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গন মুখর হয়ে উঠে। মেলায় মোট ১৭টি স্টল স্থান পেয়েছে। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। প্রতিদিন মেলামঞ্চে বিষয়ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।


মেলা প্রাঙ্গনে এসে ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের পরিচালক আশরাফুজ্জামান স্বাধীন বলেন বইমেলা শুরু এবং পাবলিক লাইব্রেরি পুনরায় চালু করায় আমরা ভীষণভাবে উদ্দীপ্ত হয়েছি।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com