বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
অবশেষে এলো ‘শনিবার বিকেল’-এর ট্রেলার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ , মঙ্গলবার ১১ : ০২ পিএম   প্রদর্শিত হয়েছে ৮০৮৬ বার

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ছায়া অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী তৈরি করেছেন সিনেমা ‘শনিবার বিকেল’। সিনেমাটির সেন্সর পেতে নানাভাবে চেষ্টা চালালেও মুক্তির অনুমতি মেলেনি। তবে দেশে মুক্তি না পেলেও দেশের বাইরে কানাডা ও যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পাচ্ছে। সিনেমাটি বিদেশের মাটিতে মুক্তির আগে ট্রেলার প্রকাশ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।


মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে উন্মুক্ত করেন ট্রেলারটি। ক্যাপশনে লেখেন, শনিবার বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার জন্য ট্রেলার মুক্তি দিলাম। ছবিটি আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে। ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তি দেয়া হচ্ছে।


সিনেমাটির ১ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হয় মঙ্গলবার সন্ধ্যায়। ট্রেলারে দেখা যায়, শুরু থেকে রহস্য আর সাসপেন্সে মোড়ানো গল্পের প্লট। সেই সঙ্গে একটি খাবারের রেস্তোরাঁয় আগতদের জিম্মি করে গোলাগুলি ও নির্যাতনের ঘটনা। তবে ট্রেলার প্রকাশ হলেও বাংলাদেশে প্রদর্শনের জন্য এখনও চূড়ান্ত সেন্সর মেলেনি শনিবার বিকেল। 


প্রায় চার বছর চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে ‘শনিবার বিকেল’। সিনেমাটি মুক্তি নিয়ে কয়েক মাস ধরেই সরব দেশের চলচ্চিত্র কর্মীরা। গত ২১ জানুয়ারি সেন্সর বোর্ডের আপিল কমিটি ‘শনিবার বিকেল’ নিয়ে শুনানি করে। সে সময় আপিল কমিটির এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘শনিবার বিকেল মুক্তিতে বাধা নেই’! কিন্তু এরপরও কোনো সুরহা হয়নি ছবিটির। 


বাংলাদেশ-ভারত-জার্মানি এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং। সিনেমায় অভিনয় করেছেন, জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com