শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
বাঙালী হাজার বছর ধরে ভেঙেছে কিন্তু মচকায়নি: পীযূষ বন্দ্যোপাধ্যায়
রাশেদ চৌধুরী, মানিকগঞ্জ
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , শনিবার ০৬ : ০২ পিএম   প্রদর্শিত হয়েছে ৭৯৯৩ বার

সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাঙালী হাজার বছর ধরে ভেঙেছে কিন্তু মচকায়নি। বাঙালী হাজার বছর ধরে সৌহার্দ্য ও সম্প্রীতির ভ্রার্তৃত্ববোধে ছিলো, সেখানেই থাকবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দাঁড়াতে পারি। এজন্যই আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে যাই।’


শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে ‘বাংলা ও বাঙালির শাশ^ত সম্প্রীতি’- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের মানুষ বাঙ্গালি জাতীয়তাবাদের পক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল বিজয়ের মাধ্যমে। যদি সেই রকম ভাবে আবারো প্রয়োজন হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালি ফের প্রমান করবে তারা সম্প্রীতির পক্ষেই থাকবে।


পীযুষ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘পাকিস্তান তখন রাষ্ট্র ছিল সাম্প্রদায়িক, সমাজ ছিল অসাম্প্রদায়িক। এখন রাষ্ট্র অসাম্প্রদায়িক সমাজটা বোধহয় সাম্প্রদায়িক হয়ে গেছে। আমরা যখন সবার সাথে মিশি তখন দেখি নতুন প্রজন্ম সাম্প্রদায়িকতা নিয়ে ভাবে না। তারা দেশের প্রত্যেকটা জাতীয় সংকটের সময় মুক্তিযুদ্ধ প্রজন্মের পাশে দাঁড়ায়। নতুন প্রজন্ম তখন দেখে না কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ বা কে খ্রিষ্টান। তাহলে আমাদের ভয় পাবার কি আছে।’


সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মো: আব্দুর রউফ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার (অব:), সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, মানিকগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুস সালাম, দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মো. রেজাউল করিম, নারায়নগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর উর্মিলা রায় প্রমুখ।


সমাবেশে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয়নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com