ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব আসনে জয়ী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের
আদালত প্রতিবেদক
প্রকাশ:
২৫
ফেব্রুয়ারি
২০২৩ ,
শনিবার
০৬ : ০২ পিএম প্রদর্শিত হয়েছে ৭৯০৭ বার
|
ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে ২৩ আসনের সবগুলো আসন পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত হয়েছেন তারা হলেন সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহসভাপতি রুমানা জামান ঋতু, সহসভাপতি প্রাণনাথ, কোষাধ্যক্ষ বিবি ফাতেমা মুন্নি, সিনিয়র সহসাধারণ সম্পাদক ফাহিম শরীফ, সহসাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন জয়, লাইব্রেরি সম্পাদক মো. রেজাউল হক মিয়া রিপন, সাংস্কৃতিক সম্পাদক শিখা ইসলাম, দপ্তর সম্পাদক মো. গোলাম কিবরিয়া সুমন, ক্রীড়া সম্পাদক এস এম মিজানুর রহমান ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আবুল হাসানাত জিহাদ, সদস্য পদে গাজী ইমরুল, জহির উদ্দিন, আশরাফুল ইসলাম মুরাদ, মো. আসলাম হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ তানজির হোসেন রবিন, মোছা. ইসমত আরা শারমিন রিমু, নাসির উদ্দিন, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও ইয়াসিন জাহান নিশান। এর আগে গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই দিনে ৯ হাজার ২৪৩ জন ভোটার ভোট প্রদান করে। এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ঐক্য প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে প্রথম দিনের ভোট কারচুপি এবং নানা অনিয়মের অভিযোগ তুলে দ্বিতীয় দিনে তারা নির্বাচন বর্জন করে। দ্বিতীয় দিনে একতরফা নির্বাচন হয়। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com