বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
নিউইয়র্কে গোলাপের ৯ বাড়ি: দুদককে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , সোমবার ০২ : ০২ পিএম   প্রদর্শিত হয়েছে ৭৮৯৫ বার

আবদুস সোবহান গোলাপ। ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়া গোলাপের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে নয়টি বাড়ি কেনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আদেশের বিষয়টি গণমাধ্যমকে জানান রিটকারী আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।


এর আগে গতকাল রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এর আগে গত ২৬ জানুয়ারি মাদারীপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেন সুমন। পরে তার এই অভিযোগের বিষয়ে দুদকের সচিব মো. মাহবুব হোসেন বলেছিলেন, অভিযোগ এলে সে ব্যাপারে যাচাই-বাছাই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। ওইদিন বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব এ কথা জানান।


এদিকে, অভিযোগ দেওয়ার বিষয়ে সায়েদুল হক সুমন সাংবাদিকদের বলেন, ‘আমি অপেক্ষা করেছি দুদক এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে কি-না। যেহেতু এখন পর্যন্ত দুদক গ্রহণ করেনি, তাই আমি নিজে আজকে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছি। একটা অসৎ, সে কখনো দেশপ্রেমিক হবে না। আমার কাছে মনে হয়েছে, এরকম লোক বঙ্গবন্ধুর আদর্শের জন্য রীতিমত লজ্জার।’


এ বিষয়ে দুদক সচিব মাহবুব হোসেন বলেন, ‘অভিযোগ যে কেউ দিতে পারে। অভিযোগ যদি এসে থাকে আমাদের যাচাই-বাছাই কমিটি আছে, তারা দেখবেন কমিশনের তফসিলভুক্ত কি-না। কমিশন যদি মনে করে অভিযোগে সত্যতা আছে তাহলে পরবর্তী বিধি-বিধান মোতাবেক ব্যবস্থা নেবেন।’


ওই সময় দুদক সচিব আরও বলেন, ‘যে মাধ্যমে অভিযোগ আসুক কমিশনের বিদ্যমান আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হবে। যখন কোনো তথ্য পাওয়া যায় সেটি নিয়ে কমিশন কাজ করে প্রাথমিকভাবে এর সত্যতা পেলেই অনুসন্ধান শুরু করে।’

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com