শুক্রবার ২৪ মার্চ ২০২৩
● নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেবে না বিএনপি      ● ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় তালিকায় আরাভ খান      ● রমজানে চাহিদাসম্পন্ন পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে সাধারণ ক্রেতা      ● খামার পর্যায়ে ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ      ● এএসআর সোয়েটার ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আতিকুরের কারাদন্ড : চেক প্রতারণার মামলা      ● দুবাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আরাভ খান      ● প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান      ● মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড      ● ‘প্রজন্মান্তরে আবহাওয়া, জলবায়ু ও পানির ভবিষ্যৎ’ : বিশ্ব আবহাওয়া দিবস আজ      ● গণতান্ত্রিক ধারা আছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী     
গ্রিসে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ২৯
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৩ , বুধবার ১১ : ০৩ এএম   প্রদর্শিত হয়েছে ৭৭৪৪ বার

ছবি: সংগৃহীত

গ্রিসে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮৫ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে লারিসার পাশে দুর্ঘটনাটি ঘটে। খবর আল জাজিরা ও সিএনএনের।


আল জাজিরার প্রতিবেদনে বলে হয়, এথেন্স থেকে একটি যাত্রীবাহী ট্রেন উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকির দিকে এবং থেসালোনিকি একটি পণ্যবাহী ট্রেন লারিসের দিকে যাচ্ছিল। একপর্যায়ে গভীর রাতে লারিসার কেন্দ্রীয় শহরের বাইরে দুর্ঘটনাটি ঘটে।


এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি ফায়ার সার্ভিস। তারা রেলওয়ে ট্র্যাকের পাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষে জীবিতদের সন্ধান করছে।


থেসালি অঞ্চলের গভর্নর কনস্তান্তিনোস অ্যাগোরাস্তোস স্কাই টিভিকে বলেন, সংঘর্ষটি খুবই শক্তিশালী ছিল। যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এরমধ্যে প্রথম দুটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ট্রেনের ভেতর থেকে প্রায় ২৫০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসে করে তাদের থেসালোনিকি সরিয়ে নেয়া হয়েছে।


স্কাই নিউজের ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, ট্রেনের দুটি বগির ধ্বংসাবশেষ ট্র্যাকের পাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। বিধ্বস্ত বগির ভেতর কেউ আটকে আছেন কিনা, ক্ষমতাসম্পন্ন টর্চলাইট নিয়ে সেটি দেখছেন উদ্ধারকারীরা।


স্থানীয় সংবাদমাধ্যম ওনলারিসা জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ল্যাজোস নামে এক যাত্রী প্রোতোথেমা পত্রিকাকে বলেন, অভিজ্ঞতাটি ‘খুবই মর্মান্তিক’ ছিল। আমি আহত হইনি। তবে আমার কাছাকাছি আহত অনেকে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।


স্থানীয় গণমাধ্যম আরও জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনে প্রায় সাড়ে ৩০০ জন ভ্রমণ করছিলেন। ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস টেলিভিশনে দেয়া এক ব্রিফিংয়ে বলেন, সংঘর্ষের তীব্রতার কারণে যাত্রীদের সরিয়ে নেয়ার কাজ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে চলছে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com