কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়শনের সভাপতি রুবেল-সম্পাদক গাফফার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০২
মার্চ
২০২৩ ,
বৃহস্পতিবার
০১ : ০৩ পিএম প্রদর্শিত হয়েছে ৭৯৫৯ বার
|
ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২২-২০২৩ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে রুবেল হাওলাদার ও সেক্রেটারী পদে মো. গাফফার হোসেন ইমন বিজয়ী হয়েছেন। রুবেল হাওলাদার দৈনিক ইত্তেফাকের কোর্ট রিপোর্টার ও গাফফার হোসেন ইমন সময়ের আলো পত্রিকার কোর্ট রিপোর্টার। মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালতের পুরান ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন। এ ছাড়া সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে রবিউল ইসলাম রবি, সিনিয়র সহ সাধারণ সম্পাদক এম এ জলিল উজ্জল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, ট্রেজারার মুহাম্মদ মিজানুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মো: আজিজুর রহমান শাহ। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো: শাহ আলম সোহাগ, মো: মফিজুর রহমান মাহফুজ, মুহাম্মদ লুৎফর রহমান, কে এম খায়রুল ইসলাম ও মো: জাকির হোসেন। এছাড়া উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- শাহজাহান খান , সৈয়দ আহমেদ গাজী, মুনজুর আলম মুনজু, আশরাফ উল আলম, চৈতন্য চন্দ্র হালদার, দুলাল মিত্র ও এমদাদুল হক লাল। ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা বারের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসিম আজ সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার নজরুল ইসলাম ও আনিসুর রহমান উপস্থিত ছিলেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com