বরগুনায় নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৯
মার্চ
২০২৩ ,
বৃহস্পতিবার
০৫ : ০৩ পিএম প্রদর্শিত হয়েছে ৭৭০২ বার
|
বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বিদ্যুৎকেন্দ্রের মূল অবকাঠামোর কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া উঠে দেখা যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রের ভিতরে কর্মরত শ্রমিকরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর বিদ্যুৎকেন্দ্রের ভিতরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রবেশ করে। তবে এ বিষয়ে বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে বিদ্যুৎকেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি গণমাধ্যম কর্মীদের। এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার বদিউজ্জামান জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ময়লা আবর্জনার স্তূপে কে বা কারা অগ্নি সংযোগ করে। পরে এ আগুনের তীব্রতা বেড়ে যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com