নতুন ঠিকানায় জীবন সাজাচ্ছে নেত্রকোনার শতাধিক গৃহহীন পরিবার
ভজন দাস, নেত্রকোনা
প্রকাশ:
০৯
মার্চ
২০২৩ ,
বৃহস্পতিবার
০৮ : ০৩ পিএম প্রদর্শিত হয়েছে ৭৭৬৪ বার
|
নেত্রকোনায় মাথা গোঁজার ঠাঁই পাবার অপেক্ষার প্রহর গুনছে সদর উপজেলার ১ শ ২১টি ভূমিহীন গৃহহীন দরিদ্র পরিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় ভুমিহীন গৃহহীন অসহায় পরিবারের মাঝে উপহার স্বরুপ নির্মিত এই আধাপাকা নতুন ঘড় গুলো এর আগে গত বছর ২০ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর ও জমি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। "শেখ হাসিনার অবদান গৃহহীনের বাসস্থান" আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার"এই স্লোগানে মুজিব শতবর্ষে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদান পূর্বক একক গৃহ নির্মাণের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনে ভূমিহীন গৃহহীন পরিবারের স্থায়ীভাবে বাসযোগ্য বাসভবন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের তাতিয়র মৌজায় চরপাড়া গ্রামে নতুন ঠিকানায় জীবন সাজাতে প্রস্তুত রয়েছে ১শত ২১টি গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসনের তদারকিতে আশ্রয়ন-৩ প্রকল্পের আওতায় তৃতীয় ও চতুর্থ ধাপের বরাদ্ধকৃত আধা পাকা ঘরবাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। নদীরপাড়ে মনোরম পরিবেশে গৃহহীনদের আশ্রয় কেন্দ্রটি শেখ হাসিনা নগর নামাকরনের দাবী জানান, আশ্রয় প্রকল্পে গৃহ পাওয়া শাহজাহান মিয়া,আরব আলী,আম্বিয়া আক্তার,প্রতিবন্ধী ইছাক মিয়সহ অনেক সুবিধাভোগী পরিবারের সদস্যসহ এলাকাবাসী। যেখানে থাকছে কমিউনিটি সেন্টার,খেলার মাঠ,কাছেই রয়েছে বাজার, প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়সহ মসজিদ, কবরস্থান, মন্দির ও শ্বশাস ঘাট। প্রত্যেকটি পরিবারের নামে বরাদ্দকৃত ২ লাখ ৫৯ হাজার ৫ শত টাকা ব্যয় নির্মিত ১৯-৬ফুট বাই ২২-৮ফুট প্রস্থের দুটি শয়নকক্ষ, একটি রান্না ঘর, সংযুক্ত টয়লেট-বাথরুম ও সামনে বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দ্বারা এসব ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে। যার পুরোটাই বহন করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এছাড়াও ভূমিহীন গৃহহীন পরিবারের জন্য বিদ্যুৎ সংযোগের কাজ এবং পানি সরবরাহে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এর ব্যবস্থাপনায় প্রতি ১০টি পরিবারের জন্য একটি করে সাবমার্সিবল পাম্প স্থাপন ও পানি সরবরাহের কার্যক্রম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের প্রত্যক্ষ তদারকির মাধ্যমে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ঘর নির্মানের কাজ। সদর উপজেলায় নিয়মিত নির্মাণকাজ পর্যবেক্ষন করছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক,সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানূর রহমানসহ কমিটির অন্যান্য সরকারি কর্মকর্তা,উপজেলা প্রকৌশলী ও রাজনৈতিক ব্যাক্তিরাও নিয়মিত মনিটরিং করছেন গৃহ নির্মাণ কাজের। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন,এই প্রকল্পে ভিক্ষুক,প্রতিবন্ধী,বিধবা,স্বামী পরিত্যাক্তা,প্রবীণ ভূমিহীন ব্যক্তিদের উপকারভোগী হিসেবে বাছাই করা হয়েছে। কমিউনিটি সেন্টার,খেলার মাঠ,কাছেই রয়েছে বাজার,প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়সহ মসজিদ,কবরস্থান,মন্দির ও শ^শান ঘাট বিবেচনা করে সুবিধাজনক স্থানে তাদের জমি বরাদ্দ দেয়া হয়। টেকসই ও সুন্দর ঘর নির্মাণ করা হচ্ছে কাজও প্রায় শেষ প্রর্যায়ে রয়েছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসের যে কোন দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে ঘর ও জমি বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এরই মধ্যে প্রত্যেকটি ঘরের নির্মাণকাজ শেষ করার চেষ্টা চলছে। গৃহহীনদের আশ্রয় কেন্দ্রটি শেখ হাসিনা নগর নামাকরনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এ ব্যাপারে উর্দ্ধতন কতৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানো হবে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com