শুক্রবার ২৪ মার্চ ২০২৩
● নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেবে না বিএনপি      ● ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় তালিকায় আরাভ খান      ● রমজানে চাহিদাসম্পন্ন পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে সাধারণ ক্রেতা      ● খামার পর্যায়ে ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ      ● এএসআর সোয়েটার ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আতিকুরের কারাদন্ড : চেক প্রতারণার মামলা      ● দুবাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আরাভ খান      ● প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান      ● মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড      ● ‘প্রজন্মান্তরে আবহাওয়া, জলবায়ু ও পানির ভবিষ্যৎ’ : বিশ্ব আবহাওয়া দিবস আজ      ● গণতান্ত্রিক ধারা আছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী     
স্মার্ট বাংলাদেশ গড়তে মাদরাসা শিক্ষক গনকে দক্ষ হতে হবে: প্রকল্প পরিচালক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩ , মঙ্গলবার ০৩ : ০৩ পিএম   প্রদর্শিত হয়েছে ৭৮০৫ বার

স্মার্ট বাংলাদেশ গড়তে  মাদরাসা শিক্ষকগণকে দক্ষ হতে হবে। শিক্ষকদের দক্ষ করতেই সরকার প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন। শিক্ষকদেরকে প্রধানমন্ত্রীর কর্মসূচী বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে, হাতিয়ার হিসেবে কাজ করতে হবে।


মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ সাদরাসা শিক্ষক প্রশিক্ষন ইনিস্টিটিউট(বিএমটিটিআই)তে বাংলা বিষয়ের ২১দিন ব্যাপি প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো.হানিফ উদ্দিন  এ কথা বলেন।


তিনি আরো বলেন,সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা আছে। মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষনের  তেমন সুযোগ নেই। একটি মাত্র প্রতিষ্ঠান 


বিএমটিটিআই'তে মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষন দেয়া হয়। বর্তমানে যে পরিমান শিক্ষক কর্মরত রয়েছেন একটি প্রতিষ্ঠান দিয়ে পর্যায় ক্রমে প্রশিক্ষন দিতে ৬৩ বছর লেগে যাবে।


সক্ষমতা না থাকায় সকলকে প্রশিক্ষনের আওতায় আনার সুযোগ হয় না। আশার বিষয় প্রকল্প চালু হয়েছে। আপনারা ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবেন। চলমান কোর্সে ১২হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে।


বিএমটিটিআই'র  অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ শাহ্ আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমটিটিআই'র উপাধ্যক্ষ মো. বেলায়েত হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহ সমন্বয়ক মো. শরিফ হোসেন।


জানাযায়,শিক্ষা মন্ত্রনালয়ের অধিনে বাংলাদেশ মাদরাসা শিক্ষ প্রশিক্ষণ ইনিস্টিটিউটে বাংলা বিষয়ে শিক্ষক প্রশিক্ষন শুরু হয়েছে। মঙ্গলবার(১৪মার্চ) থেকে প্রথম ব্যাচের ২১দিন ব্যাপি প্রশিক্ষনের শুরু হয়।এতে ঢাকা বিভাগের ৪৬টি মাদরাসার বাংলা বিষয়ের শিক্ষকগণ অংশ নেন। 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com