পবিপ্রবির ১৮-১৯ তম ব্যাচের বিদায় উপলক্ষে কনসার্ট
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ:
১৫
মার্চ
২০২৩ ,
বুধবার
১০ : ০৩ পিএম প্রদর্শিত হয়েছে ৭৭৪৪ বার
|
"মাদক ছেড়ে চিরকুট ধরো" এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮~১৯তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ক্যাম্পাসের খেলার মাঠে কনসার্টের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ২০ তম ব্যাচ। পবিপ্রবি শাখা ছাত্রলীগের সার্বিক তত্বাবধায়নে কনসার্টে গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিন্দু, ব্যান্ডদল নেমোসিস ও চিরকুট সহ অন্যান্যরা। রাতভর আনন্দ উল্লসে মেতে ওঠে ছাত্র-ছাত্রীরা। পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত ইসলাম খান সাগর বলেন, পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রী বিনোদনের প্রয়োজন রয়েছে। মন প্রফুল্ল থাকলে পড়াশোনাও ভালো হয়। ক্যাম্পাসে সুস্থ্য বিনোদনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উজ্জিবিত রাখবো। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com