পটুয়াখালীতে নারী সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ:
১৬
মার্চ
২০২৩ ,
বৃহস্পতিবার
০৯ : ০৩ পিএম প্রদর্শিত হয়েছে ৭৫১২ বার
|
দেশের উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারীদের শতভাগ অংশগ্রহন নিশ্চিতকল্পে পটুয়াখালীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বদরপুর ইউনিয়নে গাবুয়া বাজারের জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামীমুজ্জামান কাশেমের সঞ্চালনায় নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন চৌধুরী, সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৌকরন ইউনিয়ন পরিষদের মেম্বর ইসমত আরা বিবি, নতুন ভোটার তামান্না আক্তার, রাজু হাওলাদার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইউনুচ আলী মৃধা, আওয়ামীলীগ নেতা মতলেব মাদবর, হাবিবুর রহমান, এনায়েত মুন্সি, কাজী খলিলুর রহমান, লোকমান হাওলাদার, শহিদ সিকদার, কাজী গোলাম মোস্তফা, মরিয়ম আক্তার,আকলিমা বেগম দুলু,হাসিনা জামাল লাকী, মিনারা বেগম প্রমুখ। নারী সমাবেশে বদরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দুই সহস্ত্রাধিক নারী কর্মী উপস্থিত ছিলেন। সমাবেমে প্রধান অতিথি মোহাম্মদ আলী আশরাফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী সমাজের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী সফল বাস্তবায়নের কারনেই নারীদের ব্যাপক উন্নয়ন হয়েছে। নারীরা আজ সর্বক্ষেত্রে সুনামের সাথে নেতৃত্ব দিতে সক্ষম হচ্ছে। সমাজে পুরুষের পাশাপাশি নারীরাও রাজনীতিতে ও অর্থনৈতিক ক্ষেত্রেও সাফল্য বয়ে আনছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা কর্মসূচীর মাধ্যমে বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, পুষ্টি ভাতা, মাতৃকালিন ভাতাসহ বিভিন্ন ভাতা দিয়ে নারীদের উন্নয়নে কাজ করছেন। প্রধানমন্ত্রী গৃহহীনকে ঘর দিচ্ছেন, যার জমি নাই, ঘর নাই তাদেরকে জমিসহ ঘর দিচ্ছেন। সমস্ত কাজে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। সমাজের কোন নারী যাতে পিছিয়ে না পরেন সে লক্ষে কাজ করা হচ্ছে।এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর মার্কা, আওয়ামীলীগের মার্কা, জনগনের মার্কা, উন্নয়নের নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করার আহবান জানান। তিনি আরো বলেন আওয়ামী লীগ সভানেত্রী চাইলে তিনি পটুয়াখালী-১ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করবেন। তিনি নির্বাচিত হলে। চিকিৎসা, শিক্ষা, ও কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেবেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com