শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
গফরগাঁওয়ে দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা
মো: নজরুল ইসলাম, ময়মনসিংহ
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩ , রবিবার ১১ : ০৩ এএম   প্রদর্শিত হয়েছে ৭৯৫৮ বার

ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা ২০২৩ আয়োজন করে মুসলেউদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগার।উপজেলার পাঁচভাগ ইউনিয়নের শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে  দিনব্যাপী বই মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।


এসময় মুছলেহ উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি ফাইজুস সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই বই মেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজন আগামী দিনেও অব্যাহত থাকবে।স্মার্ট নাগরিক হতে হলে সকলকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।


বই মেলার আহবায়ক মোহাম্মদ সাদেকুর রহমান জানান, মুছলেহ উদ্দিন ফাউন্ডেশন প্রতি বছর বঙ্গবন্ধু বই মেলার আয়োজন করে। এটি আমাদের তৃতীয় বারের মত আয়োজন।এবারের মেলায় প্রায় ২৫ টি স্টলে বিভিন্ন প্রকাশনী অংশ নেয়।মেলার প্রতিটি স্টলে ৫০% মূল্য ছাড়ে বই বিক্রি করা হয়। মেলায় সাংস্কৃতিক কর্মীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com