৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১৯
মার্চ
২০২৩ ,
রবিবার
০৫ : ০৩ পিএম প্রদর্শিত হয়েছে ৭৯৫৮ বার
|
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে মে মাসের ১৯ তারিখে। রোববার (১৯ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসসি সূত্রে জানা যায়, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি তারিখ নিয়ে আজ রোববার সন্ধ্যার মধ্যেই পিএসসি’র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গত বছরের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়। শেষ হয় ৩১ ডিসেম্বর। এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। ২ হাজার ৩০৯ জন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসা খাতে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি ৪৩৭ জন নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে। এছাড়া, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com