রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন ঘোষণা পুতিনের
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ:
২০
মার্চ
২০২৩ ,
সোমবার
০২ : ০৩ পিএম প্রদর্শিত হয়েছে ৭৭৯৯ বার
|
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাতকারে বলেছেন, মস্কোর কাছে এখন হাইপারসনিক অস্ত্র রয়েছে। তবে সেগুলো বাস্তবে ব্যবহার করা হচ্ছে না। অস্ত্রগুলো অন্যান্য অত্যাধুনিক সিস্টেমের মতোই তারা মজুত রেখেছে। রোববার সাংবাদিক পাভেল জারুবিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত রসিয়া-১ টিভি চ্যানেলে ‘মস্কো, ক্রেমলিন, পুতিন’ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা তাস। পুতিন বলেন, ‘আসলে স্থলবাহিনীর উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করতে হবে। কিন্তু তখন হাইপারসনিক অস্ত্র না থাকলেও এখন সেগুলো বিদ্যমান! হ্যাঁ, আমরা আসলে সেগুলো ব্যবহার করি না। কিন্তু আমাদের হাতে সেগুলো রয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন? হাইপারসনিক অস্ত্রের পাশাপাশি অন্যান্য অত্যাধুনিক ব্যবস্থাও আমাদের হাতে রয়েছে। যদিও ২০১৪ সালে এমন কিছুই ছিল না।’ ২০১৪ সালে বিশেষ অপারেশন শুরু করা গুরুত্বপূর্ণ ছিল কি-না জানতে চাইলে পুতিন জোরদিয়ে বলেন, তখন থেকে বাস্তবতা পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, ‘এখানে সংযোজক ভাব ব্যবহার করা যাবে না।’ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com