বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
আবেদন জমা তিন সহস্রাধিক
ময়মনসিংহে ডিপ্লোমা প্রকৌশলী চাকরি মেলায় ৩৩ জনকে সরাসরি নিয়োগ
মো: নজরুল ইসলাম, ময়মনসিংহ
প্রকাশ: ২০ মার্চ ২০২৩ , সোমবার ০৬ : ০৩ পিএম   প্রদর্শিত হয়েছে ৭৮১২ বার

 ময়মনসিংহে ডিপ্লোমা প্রকৌশলীদের বিশাল চাকরি মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার  সকালে  ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে পলিটেকনিক হোস্টেল  মাঠে  এই মেলার আয়োজন করা হয়।


মেলায় চাকরি প্রত্যাশীদের উপচে পরা ভিড়। দেশের  স্বনামধন্য বিভিন্ন কোম্পানিতে তেত্রিশ জনকে সরাসরি নিয়োগপত্র দেওয়া হয়। এছাড়াও তিন  সহস্রাধিক চাকরি  প্রত্যাশী উপ-সহকারী প্রকৌশলীর আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত জমা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেন। 


দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান মিলে প্রায় ৩৫টি  স্টল চাকরি  মেলায় অংশগ্রহণ করেন। পছন্দের প্রতিষ্ঠানে চাকরি নিতে বায়োডাটা জমা দিয়েছেন দক্ষ শিক্ষার্থীরা। 


পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের   সভাপতিত্বে চাকরি মেলা অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পিআইডব্লিউ এর পরিচালক যুগ্ন সচিব এ.ওয়াই এম জিয়াউদ্দিন আল মামুন। 


বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক  ফরিদ আহমেদ, হিউম্যান রিসোর্স ও ক্রাউন সিমেন্টের জেনারেল ম্যানজার এবিএম ইউসুফ আলী খান সহ অন্যান্যরা।  শেষে প্রতিটি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি এ ওয়াই এম জিয়াউদ্দিন আল-মামুন।



« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com