জামালপুরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত
শামীম আলম, জামালপুর
প্রকাশ:
২১
মার্চ
২০২৩ ,
মঙ্গলবার
০৩ : ০৩ পিএম প্রদর্শিত হয়েছে ৭৭৯৫ বার
|
জামালপুরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি,মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক যন্ত্রচালক মেকানিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাতালিয়া সন্ধি গ্রামে ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট ইঞ্জিনিয়ারিং বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ প্রশিক্ষণের আয়োজন করে। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মহা পরিচালক ড.দেবাশীষ সরকার, ডাল গবেষণা পরিচালক ড.মো: মহি উদ্দিন, প্রশিক্ষণ ও যোগাযোগ পরিচালক ড. মো: আইয়ুব হোসেনপ্রশিক্ষণ ও যোগাযোগ পরিচালক ড. মো: আইয়ুব হোসেন, মুখ্য বৈজ্ঞ্যানিক কর্মকর্তা ড. মো: নুরুল আমিন.অনুষ্ঠানটি সঞ্চালক করেন উর্ধ্বতন বৈজ্ঞ্যানিক কর্মকর্তা ড.মো: এরশাদুল হক,বৈজ্ঞ্যানিক কর্মকর্তা মো:মশিউর রহমান,বৈজ্ঞ্যানিক কর্মকর্তা মো:শাহাদাত হোসেন প্রমূখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২৫ জন কৃষি যন্ত্রচালক হাতে-কলমে বারি সিডার,বারি শস্য কর্তন যন্ত্র, বারি ভুট্টা মাড়াই যন্ত্র, বারি শস্য মাড়াই যন্ত্র, বারি ঝাড়াই যন্ত্র, বারি তেল নিষ্কাশন যন্ত্র চালানোর ও মেরামতের উপর প্রশিক্ষণ গ্রহন করা হয়। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com