ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় তালিকায় আরাভ খান
অনলাইন ডেস্ক
প্রকাশ:
২৪
মার্চ
২০২৩ ,
শুক্রবার
১২ : ০৩ পিএম প্রদর্শিত হয়েছে ৭৭৯০ বার
|
আরাভ খান। ছবি: সংগৃহীত রেড নোটিশ জারির পর এবার ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় সংযুক্ত করা হলো রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম। ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা যায়, বাংলাদেশি মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় থাকা ৬২ জনের পর তার নাম, ছবি ও পরিচয় প্রকাশিত হয়েছে। ৩৫ বছর বয়সী রবিউলের জন্মস্থান বাগেরহাটে। এর আগে ২০১৮ সালে রাজধানীর বনানীতে বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যায় তার জড়িত থাকার সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠায় বাংলাদেশ পুলিশ শাখা। বিষয়টি অবহিত হলে রেড নোটিশ জারি করে আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি। এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছিলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com