রাশিয়ার আকাশসীমায় ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ:
২৭
মার্চ
২০২৩ ,
সোমবার
১১ : ০৩ এএম প্রদর্শিত হয়েছে ৮১০২ বার
|
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ছবি: সংগৃহীত রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, রাশিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ইউক্রেনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ড্রোনটি ভূপাতিত করার পর বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছে। সোমবার (২৭ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে রাশিয়ার আকাশসীমায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার যে দাবি মস্কো করেছে সে বিষয়ে কিয়েভের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, রবিবার ইউক্রেনের একটি ড্রোন সীমান্ত পেরিয়ে রাশিয়ার ৪০০ কিলোমিটার ভেতরে কিরেইভস্ক শহরের ওপর চলে আসার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি গুলি করে ভূপাতিত করে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com