সৌদি আরবে বাস দুর্ঘটনা: ২০ ওমরাহ যাত্রী নিহত
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ:
২৮
মার্চ
২০২৩ ,
মঙ্গলবার
০১ : ০৩ পিএম প্রদর্শিত হয়েছে ৭৮৪৬ বার
|
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ২৯ জন আহত হয়েছেন। তবে হতাহতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। সোমবার (২৭ মার্চ) যাত্রীবাহী ওই বাসটি একটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। খবর গালফ নিউজ ঘটনার পর পরই সৌদির সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারা দুর্ঘটনাস্থল চারদিক থেকে ঘিরে রাখে এবং সাধারণের চলাচল বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। যাত্রীবাহী বাসটির ব্রেক কাজ না করায় আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালনের জন্য মক্কা যাচ্ছিলেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com