জামিন নামঞ্জুর, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
৩০
মার্চ
২০২৩ ,
বৃহস্পতিবার
০৩ : ০৩ পিএম প্রদর্শিত হয়েছে ৭৮৩৪ বার
|
রমনা থানায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। একই সঙ্গে জামিনের আবেদন নামঞ্জুর করেন। আজ বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করে রমনা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আবু আনসার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে শামসের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী প্রশান্ত কর্মকার। বেলা ২টার পর জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে শামসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালেই শামসকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পাঠানো হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। রাখা হয় আদালতের হাজতখানায়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে মামলার কথা বলে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। গত বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ায় আমবাগানের ওই বাসায় সিআইডির অভিযানের সময় সঙ্গে ছিলেন আশুলিয়া থানার (উপপরিদর্শক) এসআই রাজু মণ্ডল। শামসকে আটক করে ঢাকায় নিয়ে আসার পর দুপুরের পরে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার খবর পাওয়া যায়। মামলার বাদী মো. গোলাম কিবরিয়া ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা। মামলায় শামসুজ্জামান শামস ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। পরে রাত ১১টার দিকে অ্যাডভোকেট মশিউর মালেক ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন। ওই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও শামসের সঙ্গে আসামি করা হয়। এই মামলাতেই কারাগারে পাঠানো হয়েছে সাংবাদিক শামসকে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com