ময়মনসিংহে ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ গ্রেপ্তার ৩
মো: নজরুল ইসলাম, ময়মনসিংহ
প্রকাশ:
০৩
এপ্রিল
২০২৩ ,
সোমবার
০৫ : ০৪ পিএম প্রদর্শিত হয়েছে ৭৯৮০ বার
|
ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ তিন পাচারকারীকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ এপ্রিল) তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত শনিবার রাতে নগরীর শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। ভারতীয় পণ্য পাচার হওয়ার খবরে একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। ওই বাস থেকে ৭২০ পিস ভারতীয় শাড়ি ও ৩৮ পিস ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়। আটক করা হয় দুই ভাই মো. আতাউর রহমান ও মজিবুর রহমান এবং ওলিউল্লাহ আহমেদ জয় নামের অপর ব্যক্তিকে। তাদের সবার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। ভারতীয় পণ্য পাচারে ব্যবহৃত ‘মা আছিয়া’ পরিবহন নামক একটি বাস জব্দ করে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা শেষে রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, চক্রটি পলাতক অন্যান্য সদস্যদের সহায়তায় ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা চোরাচালানের মাধ্যমে ক্রয়-বিক্রয় করত। ঈদকে সামনে রেখে এদের তৎপরতা ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com