মানহানির মামলায় রাহুল গান্ধীর জামিন, দণ্ড স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৩
এপ্রিল
২০২৩ ,
সোমবার
০৫ : ০৪ পিএম প্রদর্শিত হয়েছে ৭৮২৭ বার
|
রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে মানহানির মামলায় তাকে জামিন দিল সুরাটের দায়রা আদালত। আপাতত তাঁর সাজা স্থগিত করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এমটাই বলা হয়েছে। এর আগে এই মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের সাজার নির্দেশ দিয়েছিল সুরাটরই ম্যাজিস্ট্রেট আদালত। তখন জামিন আবেদন করলে তাকে ৩০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদালতের এই রায়ের পরে পরবর্তী শুনানি পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না। পরবর্তী শুনানি ১৩ এপ্রিল। এদিকে, রাহুলের বিরুদ্ধে মামলার বাদী বিজেপি বিধায়ক পূর্ণেশকে আগামী ১০ এপ্রিলের মধ্যে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে রাহুল গান্ধীর আপিল নিয়ে কটাক্ষ করেছেন দেশটির আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করার জন্য কাউকে সশরীরে উপস্থিত থাকতে হয় না। আদালতে যাওয়া রাহুলের ‘নাটক’ ছাড়া অন্য কিছু নয়। একই সঙ্গে রাহুলের আচরণকে ‘শিশুসুলভ’ বলে কটাক্ষ করেন মন্ত্রী। আদালতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com