জাবি প্রেসক্লাবের উপদেষ্টা হলেন অধ্যাপক শফি মুহাম্মদ তারেক
আয়েশা সিদ্দিকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশ:
০৪
এপ্রিল
২০২৩ ,
মঙ্গলবার
১১ : ০৪ এএম প্রদর্শিত হয়েছে ৭৮২৫ বার
|
অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক। ছবি: সংগৃহীত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৩-২৪ সেশনে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন । রোববার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বাৎসরিক ইফতার মাহফিলে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ড. শফি মুহাম্মদ তারেক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। তিনি ১৯৯৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও ১৯৯৫ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগ থেকে স্নাতকোত্তর ও একই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট স্কুল অব এনভায়রনমেন্টাল স্টাডিজে ডক্টর অব সায়েন্স ডিগ্রী লাভ করেন। অধ্যাপক ড. তারেক ইতোপূর্বে নটিংহাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন। এছাড়া বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে কমনওয়েলথ একাডেমিক ফেলো, জাপানের শিগা পারফেকচার বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং রিসার্চার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৯ সালে জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসিব সোহেলের সঞ্চালনায় বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান বলেন, বিগত এক বছরে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনের সাথে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এবং আশা করি এটি বজায় থাকবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় জাবি প্রেসক্লাবের সকল সদস্যদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। জাবি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিহাব উদ্দিন বলেন, 'দীর্ঘ পথচলায় জাবি প্রেসক্লাব আজ এ পর্যায়ে এসে উপনীত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের এই অগ্রযাত্রার পেছনে সম্মানিত উপদেষ্টাদের ভূমিকা অনস্বীকার্য। সদ্য বিদায়ী উপদেষ্টার নির্দেশনায় জাবি প্রেসক্লাবের যে অগ্রগতি তা নতুন উপদেষ্টার নির্দেশনাতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।' বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম বলেন, অধ্যাপক ছায়েদুর রহমান নিষ্ঠার সাথে বিগত এক বছর জাবি প্রেসক্লাবের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। জাবি প্রেসক্লাবের উন্নয়নমুখী কর্মকাণ্ডে অধ্যাপক ছায়েদুর রহমান এর অবদান অনস্বীকার্য। নতুন উপদেষ্টা অধ্যাপক শফি মুহাম্মদ তারেক জাবি প্রেসক্লাবের উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করবে বলে আশা রাখি। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com