৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৪
এপ্রিল
২০২৩ ,
মঙ্গলবার
১১ : ০৪ এএম প্রদর্শিত হয়েছে ৭৮৬১ বার
|
রাজধানীর বঙ্গবাজার ও বর্ধিত অংশে পাঁচ ঘণ্টা ধরে আগুন জ্বলছে। সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসেরর সদস্যরা মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করছে। আগুনে বঙ্গবাজারের সহস্রাধিক দোকান পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে, ধীরে ধীরে ইউনিট বাড়িয়ে ৪৮টি করা হয়েছে। বিমানবাহিনীর হেলিকপ্টারে পানি দেওয়া হচ্ছে, তার পরও বেলা ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com