শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন বুধবার
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২২ , মঙ্গলবার ০৮ : ০৫ পিএম   প্রদর্শিত হয়েছে ৩৯৩ বার

দেশের আইনজীবীদের সনদ প্রদান ও সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২২ বুধবার (২৫ মে) অনুষ্ঠিত হবে। 


এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে সারা দেশের দেওয়ানী আদালতসমূহে এ ভোটগ্রহণ চলবে। দেশের সকল আইনজীবীরা ভোটার হিসেবে তাদের পছন্দের প্রর্থীদের ভোট প্রদান করবেন।


এবারের নির্বাচনে ভোটার বিবেচনায় ভোট গ্রহণের জন্য শুধুমাত্র ঢাকার জেলা জজ আদালতে ৪৫টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। 


তাছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন, দেশের সব দেওয়ানি আদালত প্রাঙ্গণসহ বাজিতপুর, ইশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাংগা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছা দেওয়ানি আদালতসমূহে একটি করে ভোটকেন্দ্র থাকবে।


প্রতি তিন বছর পর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিবারের মত এবারও দেশব্যাপী ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবীদের মধ্য থেকে সাধারণ আসনে সাতজন এবং গ্রুপ আসনে সাতজন সদস্য নির্বাচিত হবেন। গ্রুপ আসনের ক্ষেত্রে স্থানীয় আইনজীবী সমিতির আইনজীবীদের মধ্য থেকে সাতজন সদস্য নির্বাচিত হবেন।


সর্বশেষ ২০১৮ সালে এ নির্বাচন হয়েছিলো। ওই নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয়েছিল সরকার সমর্থকদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে বিএনপি জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছিলো মাত্র দুটি আসন।


অপরদিকে মঙ্গলবার করোনায় ক্ষতিগ্রস্ত আইনজীবীদের সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বার কাউন্সিলের আইনজীবী প্রনোদনা তহবিল এ প্রদত্ত ২০ কোটি টাকার প্রনোদনার অর্থ হতে ঢাকা আইনজীবী সমিতিকে ৬ কোটি ৭০ লক্ষ্য ১৫ হাজার ৮ শত ৭৫ টাকার চেক প্রদান করেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নী জেনারেল এমএম আমিন উদ্দিন ও সেক্রেটারি জেলা জজ মো. রফিকুল ইসলাম। এদিন ঢাকা আইনজীবী সমিতির পক্ষেপ্রনোদনার চেকটি গ্রহণ করেন সমিতির সভাপতি মাহবুবুর রহমান ও সেক্রেটারি ফিরোজুর রহমান। এসময় আরোও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল, কাজী নজিবুল্লা হিরুসহ অন্যান্য নেত্রীবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com