শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা
সাবেক এমপি হাবিবের জামিন আদেশ প্রত্যাহার হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২২ , বৃহস্পতিবার ১২ : ০৫ পিএম   প্রদর্শিত হয়েছে ৩৭৬ বার

সুপ্রিম কোর্ট

সাতক্ষীরায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি বিএনপি দলীয় সাবেক এমপি হাবিবের হাইকোর্ট থেকে দেওয়া জামিন আদেশ প্রত্যাহার করা হয়েছে। বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি আশিষ রঞ্জন দাশের বিশেষ হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। একইসঙ্গে এ ঘটনায় রাষ্ট্রপক্ষের দুই আইনজীবীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। 


গত ২৮ এপ্রিল শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার প্রধান ও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে জামিন দেন হাইকোর্ট।

হাইকোর্টের জামিন আদেশ নিয়ে যশোর কারাগারে থেকে তাকে বের করে আনার তদবিরও চলছিল। তবে জামিনের বিষয়টি রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেলের দফতর ও কার্যালয় জানতো না। গত মঙ্গলবার (২৪মে) তার জামিনের বিষয়টি জানাজানি হয়। এরপর সংশ্লিষ্ট বেঞ্চে দায়িত্ব পালনকারী রাষ্ট্রপক্ষের দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের (ডিএজি) কাছে তাৎক্ষণিক লিখিত ব্যাখ্যা চান অ্যাটর্নি জেনারেল। কেন তার (এমপি হাবিব) জামিন পাওয়ার বিষয়টি জানানো হয়নি লিখিত ব্যাখ্যায় তা জানতে চাওয়া হয়। একই সময় বিষয়টি সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের নজরে আনা হয়। এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিশেষ কোর্ট জামিন আদেশ প্রত্যাহার করেছে। তাই সাবেক এমপি হাবিব আর কারাগার থেকে বের হতে পারছেন না।’ তিনি আরও বলেন, ‘ঈদের আগে শেষ কোর্ট ছিল ২৮ এপ্রিল। ওই দিন আদালতে বেশি ভিড় ছিল। আর ওই ভিড়ের মধ্যে এ জামিনটা করে নিয়েছিল আসামি পক্ষ।’ দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ করার বিষয়ে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট বেঞ্চের দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে ওইদিন হাবিবের জামিন পাওয়ার বিষয়ে কেন অ্যাটর্নি জেনারেলকে জানানো হয়নি তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। পরে তারা বলেছেন, ২৮ এপ্রিল হাবিবুল ইসলামের জামিন বিষয়ে হাইকোর্ট শুধু রুল দিয়েছিলেন। সংশ্লিষ্ট বেঞ্চের কর্মকর্তারা এই জামিন আদেশের সঙ্গে জড়িত থাকতে পারেন।’


তবে জানা গেছে, হাবিবের জামিন সংক্রান্ত হাইকোর্টের আদেশে তাকে কেন জামিন দেওয়া হবে না তা জনতে চেয়ে সেই মর্মে রুল জারির পাশাপাশি ৬ মাসের জামিন দেওয়া হয়েছিল।


২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার বিধবা ধর্ষিত স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যাওয়ার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা হয়। হামলায় তিনি প্রাণে রক্ষা পেলেও তার গাড়িবহরে থাকা কয়েকজন আহত হন। এ ঘটনায় ওইদিনই কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলাটি করেন। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ মামলায় বিএনপির তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে সর্বোচ্চ ১০ বছর করে সাজা দেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com