জামিন পেলেন যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা
আদালত প্রতিবেদক
প্রকাশ:
২৬
মে
২০২২ ,
বৃহস্পতিবার
০২ : ০৫ পিএম প্রদর্শিত হয়েছে ৩৭৮ বার
|
মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা। আজ বৃহস্পতিবার (২৬ মে) বেলা সোয়া ১১ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহম্মাদ আবদুন নূর তাকে জামিন দেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা মাসিক সমন্বয় সভায় মানিকগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনে ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার মধ্যে পাল্টাপাল্টি চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল জলিল বাদী হয়ে গতকাল রাত ৮ টার দিকে মানিকগঞ্জ সদর থানায় রাতে মামলা করে। ওই মামলায় পুলিশ আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে। রাজাকে গ্রেপ্তারের পরপরই তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাতে শহরে বিক্ষোভ মিছিল করে নেতা-কর্মী ও স্থানীয় লোকজন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com