আজ থেকে সুপ্রিম কোর্টে কঠোর নিরাপত্তা কার্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২৮
মে
২০২২ ,
শনিবার
০৭ : ০৫ পিএম প্রদর্শিত হয়েছে ৩৮৪ বার
|
ছাত্রদল ও ছাত্রলীগের রাজনৈতিক সংঘাত গিয়ে ঠেকেছে দেশের সর্বোচ্চ আদালত প্রঙ্গনে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চত্বরে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২৪ জন। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নিরাপত্তা আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ রোববার (২৯ মে) থেকে সকাল থেকেই সুপ্রিম কোর্টে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান। জানা গেছে, আজ রোববার থেকে সুপ্রিম কোর্টের শুধুমাত্র মাজার গেইট দিয়ে আইনজীবী ও বিচারপ্রার্থিসহ সংশ্লিষ্টদের প্রবেশ করতে হবে। সেখানেও থাকবে তল্লাশীর ব্যবস্থা। পরিচয়পত্র অথবা মামলা সংশ্লিষ্ট কাগজপত্রসহ প্রবেশের যুক্তসঙ্গত কারণ দেখাতে হবে প্রবেশ করতে হবে। সেখানে থাকবেন পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। বিচারপতিগণ আগের মতোই এক নম্বর গেইট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করবেন। মৎসভবন এলাকার গেইট দিয়ে জরুরী প্রয়োজন ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। তবে সুপ্রিম কোর্ট থেকে বেড় হওয়া যাবে মাজার গেইট ও দুই নম্বর গেইট দিয়ে। এছাড়া সুপ্রিম কোর্টে ভেতরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আইনজীবী সমিতি ভবন ও কোর্ট ভবনগুলোতে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের ভেতরে ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে ব্যাপত মারামারি, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে ঘোষিত কর্মসূচি পালন করতে সকাল থেকেই হাইকোর্ট এলাকার আশপাশে জড়ো হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে তারা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলে সেখানে আগেই অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলের মিছিলে হামলা করে। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। উভয় পক্ষ হাতে লাঠিসোঁটা, হকিস্টিক ও রড দেখা যায়। ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে ছাত্রদলের একটি অংশ পিছু হটে সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানেও ছাত্রদল কর্মীদের ওপর চড়াও হয়। কিছুক্ষণ উভয় পক্ষের মারামারির পর আইনজীবী সমিতি ভবনের গ্যাংওয়ের কাছে ছাত্রদলের কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় পরে থাকতে দেখা যায়। ছাড়া আহতরা হলেন- নাহিদ চৌধুরী, মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম বাহার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কর্মী এইচেএম শামীম হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক লাবু ব্যপারী, ইডেন কলেজের ছাত্রদলের কর্মী জান্নাতসহ ২৪ জন। পরে তাদের কয়েকজনকে সেখান হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই ওই দিন দুুপুরে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক বৈঠক করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, আপিল ও হাইকোর্টের রেজিস্ট্রার। বৈঠকে রোববার (আজ) থেকে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আপিল বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে জানিয়েছিলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী- আগামী রোববার থেকে সুপ্রিমকোর্টের নিরাপত্তা জোরদার করা হবে। নিয়ন্ত্রণ করা হবে সুপ্রিমকোর্টের গেটগুলোতে। তিনি আরও জানান, বিচারপ্রার্থী ও আইনজীবীরা যাতে সুপ্রিমকোর্টে নির্বিঘ্নে-স্বাচ্ছন্দে থাকতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আদালত অঙ্গনে যাতে কোনো বহিরাগত বা অযাচিত লোক প্রবেশ করতে না পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com