শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
চার আইনজীবীর জামিন, দুই জনকে আত্মসমর্পণের নির্দেশ
প্রকাশ: ৩০ মে ২০২২ , সোমবার ০৩ : ০৫ পিএম   প্রদর্শিত হয়েছে ৪১২ বার

আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদ নিয়ে হাতাহাতির ঘটনায় শাহবাগ থানা করা মামলায় চার আইনজীবীকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের জামিন সংক্রান্ত আবেদনের শুনানি করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৩০ মে) এ আদেশ দেন। একই সঙ্গে মামলার অপর দুই আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়েছে।  


আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় জামিন পাওয়া প্রধান আসামি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল। জামিন পাওয়া বাকি তিন আইনজীবী হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী সদস্য ও আইনজীবী ফোরামের সদস্য কামরুল ইসলাম এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাগর হোসেন। জামিন না পাওয়া দুই আইনজীবী হলেন- আব্দুল কাইয়ুম ও নূরে আলম সিদ্দিকী। তাদেরকে জামিন না দিয়ে ৬ সপ্তাহ পরে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। 


এর আগে, গত ১৮ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওইদিন দুই পক্ষের হাতাহাতিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (এনআই) প্রামাণিক গুরুতর আহত হন। পরে ওই দিনই সুপ্রিম কোর্ট বারের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান হাতাহাতির ঘটনায় বিএনপিপন্থি ছয় আইনজীবীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com