অপপ্রচার চালানো আইপিটিভি ‘নাগরিক টিভি’র সম্প্রচার বন্ধ চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
৩১
মে
২০২২ ,
মঙ্গলবার
০৫ : ০৫ পিএম প্রদর্শিত হয়েছে ৪২৪ বার
|
কানাডা থেকে পরিচালিত আইপিটিভি ‘নাগরিক টিভি’র বাংলাদেশে সম্প্রচার বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার জনস্বার্থে রিটটি দায়ের করেন। তিনি জানান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে। অ্যাডভোকেট তাসমিয়া নুহিয়া আহমেদ ট্রিবিউন নিউজ বিডি’কে বলেন, ‘কানাডা থেকে বেআইনিভাবে পরিচালিত হয়ে আসছে নাগরিক টিভি নামে একটি আইপিটিভি। বিদেশ থেকে এই চ্যানেল থেকে দেশের বিভিন্ন সম্মানিত নাগরিকের নামে মানহানিকর ভিডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করে জনগণকে বিভ্রন্ত করছে। তারা বাংলাদেশের বিচার ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করেছে। এ কারণে দেশে আইপিটিভি ‘নাগরিক টিভির’ সম্প্রচার বন্ধ চেয়ে জনস্বার্থে রিট দায়ের করেছি। আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com