শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
বেরোবিতে ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাখা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২২ , বৃহস্পতিবার ০৫ : ০৬ পিএম   প্রদর্শিত হয়েছে ৫২০ বার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের সংকট নিরসনে প্রধান ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাখা। দাবিগুলো হলো শিক্ষার্থীদের ক্লাসরুম সংকট নিরসন, আবাসন সংকট নিরসন, নির্মাণাধীন শেখ হাসিনা হল দ্রুত নির্মাণ ও ক্যাফেটেরিয়ায় স্বল্পমূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করা।


বৃহস্পতিবার (০২ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের রংপুর মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা, বেরোবি সভাপতি রিনা মুরমু, শিক্ষার্থী কাজল, রিদয়, মার্জিয়া ও অন্যান্য শিক্ষার্থীরা।


ছাত্রফ্রন্টের রংপুর মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংকটগুলো দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করা, সঠিকভাবে তদারকি না করা ও শিক্ষার্থীবান্ধব মানসিকতা তৈরি না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের প্রধান সংকটগুলো এখনো নিরসন হয়নি।


এ বিশ্ববিদ্যালয়ে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, নেই শিক্ষকদের গবেষণার স্থান এবং পর্যাপ্ত আবাসন ব্যবস্থা। শিক্ষার্থীরা অনেক কষ্ট করে লেখাপড়া করে। আমরা বলে দিতে চাই, এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংকটগুলো নিরসনে দ্রুত পদক্ষেপ নিন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাধাগ্রস্থকারী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত শাস্থির আওতায় আনুন। তা না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলব।


ছাত্রফ্রন্ট বেরোবি শাখা সভাপতি ‍রিনা মুরমু বলেন, আমাদের দাবিগুলো হচ্ছে শিক্ষার্থীদের দাবি। এগুলো শিক্ষার্থীদের অধিকার। শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা কারোর নেই। তাই অতিদ্রুত সংকটগুলো নিরসনে কাজ করুন। বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ধারায় মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলুন।


মানববন্ধনটি সঞ্চালনায় ছিলেন মার্জিয়া ও সভাপতিত্ব করেন বেরোবি ছাত্রফ্রন্ট সভাপতি রিনা মুরমু।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com