শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
মির্জা ফখরুল তার ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে: হানিফ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: ০৩ জুন ২০২২ , শুক্রবার ০৪ : ০৬ পিএম   প্রদর্শিত হয়েছে ৫২৪ বার

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেছেন, 'নির্বাচন নিয়ে তালবাহানা করার রেকর্ড কখনো আওয়ামী লীগের নেই, এটা বিএনপির রেকর্ড আছে। বিএনপি দুইবার ক্ষমতায় থেকে ৯৬ ও ২০০৬ সালে তাঁরা শান্তিপূর্ণ বা সাংবিধানিক ভাবে ক্ষমতা হস্তান্তর করেননি। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা নানা ভাবে ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করেছিল। পরে জনগনের তীব্র আন্দোলনের মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল।'


আজ শুক্রবার (০৩ জুন) সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কখা বলেন তিনি। 


এ সমঢ় হানিফ আরও বলেন, 'বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত বিএনপি বা মির্জা ফখরুলরা কখনো কোন ইতিবাচক কথা বলেননি, সব সময় নেতিবাচক কথা বলে এসেছে। তাঁরা বলে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তাদের এই কথার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে। এরপরও মির্জা ফখরুল তার ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে, বলছে সরকার সব কিছু শেষ করে দিচ্ছে। সরকারের এই উন্নয়ন কাজের কাছে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাচ্ছে। আর এই হতাশা থেকে মির্জা ফখরুলরা এ ধরণের নেতিবাচক কথা বলছে।'


এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com