ধামরাইয়ের সাবেক মেয়র নাজিম উদ্দিনের চার বছরের কারাদন্ড
আদালত প্রতিবেদক
প্রকাশ:
০৫
জুন
২০২২ ,
রবিবার
০৭ : ০৬ পিএম প্রদর্শিত হয়েছে ৪১০ বার
|
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনের চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অসাধু উপায়ে অর্জিত এসব টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এদিন রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ৩০ আগস্ট দুদক দেওয়ান নাজিম উদ্দিনকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর নাজিম উদ্দিন সম্পদ বিবরণী দাখিল করেন। পরবর্তীতে ২০১৯ সালের ২৩ জানুয়ারি সম্পদ বিবরণী পর্যালোচনা করে ৫০ লাখ ৭৯ হাজার ৩শ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক কোটি ৮ লাখ ২১ হাজার ৩৯৯ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারি পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। ২০২০ সালের ২৩ আগস্ট মনিরুল ইসলাম আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com