ঢাকায় লিগ্যাল এইড কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত
আদালত প্রতিবেদক
প্রকাশ:
০৬
জুন
২০২২ ,
সোমবার
০৫ : ০৬ পিএম প্রদর্শিত হয়েছে ৩৭২ বার
|
ঢাকার লিগ্যাল এইড কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) বিকাল ৪ ঘটিকায় ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালত ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ এ কে এম রাকিবুল হাসান। ইউএসডিপার্টমেন্ট অব স্টেট অর্থায়নে ন্যাশনাল সেন্টার ফর স্টেট কোর্টস ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটির আওতায় এই সভাটির আয়োজন করা হয়। সভায় লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা মামলা পরিচালনা করতে তাদের কি কি সমস্যা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করেন। তখন লিগ্যাল এইড অফিসার বিভিন্ন সমস্যার বিষয়ে শোনার পর তাদের সেগুলি সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বর্তমানে বিচারপ্রার্থীদের মামলা পরিচালনায় কিকি সমস্যা হচ্ছে সে বিষয়ে তিনি উপস্থিত প্যানেল আইনজীবীদের নিকট থেকে অবগত হন এবং সৃষ্ট সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com