অঞ্জন চৌধুরীর আগাম জামিন আপিল বিভাগে বহাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৮
জুন
২০২২ ,
বুধবার
০৫ : ০৬ পিএম প্রদর্শিত হয়েছে ৩৮৪ বার
|
স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর দিনাজপুরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ছয়টি গুদামে অভিযান চালিয়ে ৫ হাজার ১২৪ টন চাল জব্দের ঘটনায় করা মামলায় স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর ৬ সপ্তাহের আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বুধবার (৮ জুন) চেম্বার জজ এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। অঞ্জন চৌধুরীর পক্ষে সিনিয়র আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির ও সাঈদ আহমেদ রাজা এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। এর আগে গত ৬ জুন দিনাজপুর সদরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ছয়টি গুদামে অভিযান চালিয়ে ৫ হাজার ১২৪ টন আতপ চাল জব্দের ঘটনায় দায়ের হওয়া মামলায় স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরীকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। ৬ সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এর আগে গত ১ জুন দিনাজপুর সদরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের গুদামে অভিযান চালিয়ে ৫ হাজার ১২৪ টন আতপ চাল জব্দ করে প্রশাসন। জব্দ চালের বাজার মূল্য প্রায় ৪১ কোটি টাকা।’ দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা আল মঈন বলেন ‘এ ব্যাপারে দিনাজপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায় বাদী হয়ে মিলের স্বত্বাধিকারী অঞ্জন চৌধুরী ও মিলের ইনচার্জ জায়েদের নামে একটি মামলা করেছেন এসেনসিয়াল কমোডিটিস অ্যাক্টে-১৯৫৮-এর অধীনে।’ মামলাটি কেন বিশেষ ক্ষমতা আইনের ২১/১ ধারায় করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত যতটুকু তথ্য-প্রমান পেয়েছি সে অনুসারে এসেনসিয়াল কমোডিটিস অ্যাক্টে-১৯৫৮-এর অধিনে মামলাটি হয়েছে। এই মামলাটি তদন্ত হবে। তদন্তে তেমন কিছু পাওয়া গেলে তদন্ত কর্মকর্তা বিশেষ ক্ষমতা আইনে ২১/১ ধারায় চার্জশিট দিতে পারবেন।’ মামলার বাদি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায় বলেন, ‘প্রাথমিক অবস্থায় যেটুকু অভিযোগ পাওয়া গেছে সে মেতাবেক মামলাটি হয়েছে। তদন্তে আরো অভিযোগ বেড়িয়ে আসলে তদন্ত কর্মকর্তার বিশেষ ক্ষমতা আইনে মামলা করার অপশন তো আছেই।’ কাতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ‘স্কয়ার কোম্পানিতে অবৈধভাবে চাল মজুতের ব্যাপারে একটি অভিযোগ এসেছে। তা আমরা মামলা হিসেবে নিয়েছি। মামলাটি কেন বিশেষ নিরাপত্তা আইনে করা হয়নি জানতে চাইলে তিনি সময়ের আলোকে বলেন, ‘আমাদের কাছে যে অভিযোগ এসেছে তার ভিত্তিতেই মামলাটি হয়েছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com