কনকর্ডের রিভিউ খারিজ, দুই বিঘা জমি থাকছে সলিমুল্লাহ এতিমখানারই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৯
জুন
২০২২ ,
বৃহস্পতিবার
০৪ : ০৬ পিএম প্রদর্শিত হয়েছে ৩৬৬ বার
|
দুই বিঘা জমি রাজধানীর আজিমপুরে অবস্থিত স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানারই থাকবে। ওই দুই বিঘা জমির মালিকানা দাবি করে কনকর্ড ডেভেলপার কোম্পানির রিভিউ খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ বেঞ্চ বৃহস্পতিবার (৯ জুন) এ রায় দেন। এতিমখানার আবেদনে পক্ষভূক্ত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ আদেশের বিষয় নিশ্চিত করেন। এতিমখানার পক্ষে আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। অন্যদিকে, কনকর্ড ডেভেলপার কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। এর আগে ২০১৮ সালের ১২ মার্চ রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় প্রতিষ্ঠিত কনকর্ডের তৈরি ১৮তলা ভবন ওই এতিমখানাকে বুঝিয়ে দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে রায় দেন আপিল বিভাগ। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com