আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ ১৯২৪ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৯
জুন
২০২২ ,
বৃহস্পতিবার
০৬ : ০৬ পিএম প্রদর্শিত হয়েছে ৩৪৮ বার
|
আগামী ২০২২-২৩ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য এক হাজার ৯২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৩০ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন। ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে আইন ও বিচার বিভাগে বরাদ্দ রাখা হয়েছিলো ১৮১৫ কোটি টাকা। তখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য ২২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিলো। সে হিসেবে এবার বরাদ্দ কিছু বেড়েছে। ২০২০-২০২১ অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছিল ১৭৩৯ কোটি টাকা। পরে সংশোধিত হয়ে তা হয় ১৭১৬ কোটি টাকা। আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে আগামী অর্থবছরে এক হাজার ৯২৪ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে এক হাজার ৪৬৪ কোটি এবং উন্নয়ন খাতে ৩৪৯ কোটি টাকা। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com